ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর ভাষণ শোনালো বৃষ্টি, পেলো প্রধানমন্ত্রীর আদর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
বঙ্গবন্ধুর ভাষণ শোনালো বৃষ্টি, পেলো প্রধানমন্ত্রীর আদর

ঢাকা: সরকারি শিশু পরিবারের (ঢাকা) সদস্যদের ১০টি ল্যাপটপ ও ২০টি সেলাই মেশিন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে তাদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এ উপহার দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি শিশু পরিবারের সদস্যের উপহার দেওয়ার পর তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেনএ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তেঁজগাও শহীদ মনু মিয়া স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আকতার সৃষ্টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেয়।

প্রধানমন্ত্রী শিশুদের জড়িয়ে ধরে স্নেহের পরশ বুলিয়ে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।