ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় গুলিতে আহত ডাকাতের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
বাড্ডায় গুলিতে আহত ডাকাতের মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় আহত লাভলু (৫০) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার (৬ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে তিন ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখা চিকিৎসাধীন লাভলু নামে এক ডাকাতের মৃত্যু হয়। বাকি দুইজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এরআগে বুধবার দিনগত রাত ২টার দিকে বাড্ডা ও ভাটারা এলাকায় র‌্যাবের জ্যাকেট পরে ডাকাতির প্রস্তুতিকালে মহানগর উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ডাকাত দলের সদস্যদের গুলিবিনিময় হয়। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও র‌্যাবের জ্যাকেটসহ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।