ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে পিটুনিতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
সৈয়দপুরে পিটুনিতে যুবকের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পিটুনিতে সোহেল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোহেল রং মিস্ত্রী শহীদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, বুধবার রাত ৮টার দিকে বিসিক শিল্প নগরীর আলম তারকাটা ফ্যাক্টরির কাজ শেষে শহরের পুরাতন বাবুপাড়ার ভাড়া বাসায় ফেরেন। বাসার সামনে রাখা সাইকেল চুরি গেলে তিনি খুঁজতে থাকেন। এক পর্যায়ে সাইকেলটি শহরের মুন্সিপাড়ার খেঁজুরবাগ এলাকায় খুঁজে পান তিনি। তখন সাইকেলটি নিজের দাবি করলে কয়েকজন যুবক মিলে তাকে মারধন করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।