ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নতুন সড়ক আইন সম্পর্কে ময়মনসিংহ পুলিশের প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
নতুন সড়ক আইন সম্পর্কে ময়মনসিংহ পুলিশের প্রচারণা

ময়মনসিংহ: নতুন সড়ক পরিবহন আইন-১৮ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে নগরের পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণের মধ্যনিয়ে এ সচেতনামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি।

পরে বাস, ট্রাক, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ পথচারীদের সামনে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন ডিআইজি ও পুলিশ সুপার। এসময় নতুন সড়ক আইনের বিষয়ে সচেতন করতে সবার হাতে লিফলেট তুলে দেওয়া হয়।

ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই প্রয়োজন এ আইন সম্পর্কে আগে সবাইকে সচেতন করা। আইন মানলেই সড়কে শৃঙ্খলা ফেরবে বলে আশা প্রকাশ করেন তিনি।   

এসময় অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী, আল-আমীন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।