ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারের সাবেক এমপি ফরিদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
কক্সবাজারের সাবেক এমপি ফরিদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক দুদক

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৭ সালে দুদকে দাখিল করা তার নিজের, স্ত্রী ও ছেলে-মেয়েদের নামে সম্পদের বিবরণীতে অসঙ্গতি পাওয়ায় সাবেক সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ ও তার স্ত্রী মিসেস নুর আকতার জাহানকে তলব করে ৬ নভেম্বর চিঠি দেয় দুদক।

বৃহস্পতিবার আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ দুদকে গেলেও তার স্ত্রী হাজির হননি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসএমএকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।