ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মধ্যপাড়া পাথর খনির এমডিকে অপসারণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
মধ্যপাড়া পাথর খনির এমডিকে অপসারণ

পার্বতীপুর (দিনাজপুর): দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে।

একই সঙ্গে পেট্রোবাংলার মনিটরিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (এমঅ্যান্ডআই) মহাব্যবস্থাপক (জিএম) এবিএম কামরুজ্জামানকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে নতুন ব্যবস্থাপনা পরিচালক এবিএম কামরুজ্জামান যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহা-ব্যবস্থাপক (জিএম-মাইন অপারেশন) আবু তালেব ফারাজী বাংলানিউজকে জানান, পেট্রোবাংলা-৫ এক অফিস আদেশে ফজলুর রহমানকে পেট্রোবাংলায় এমঅ্যান্ডআই বিভাগের জিএম হিসেবে বদলি করে। একই সঙ্গে পেট্রোবাংলার এমঅ্যান্ডআই বিভাগের জিএম এবিএম কামরুজ্জামানকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
 
শ্রমিক অসন্তোষের মুখে ১৫ জুলাই বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) থেকে ফজলুর রহমানকে মধ্যপাড়া খনিতে বদলি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।