ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে জাতিসংঘ শিশু সনদ বিষয়ক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
কুড়িগ্রামে জাতিসংঘ শিশু সনদ বিষয়ক সভা

কু‌ড়িগ্রাম: লোকাল গভর্নেন্স ফর চিলড্রেন (এলজিসি) কর্মসূচির আওতায় কুড়িগ্রামে জাতিসংঘ শিশু সনদ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেটের স্বপ্নকুঁড়ি সেন্টারে শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়ে অবহিতকরণ সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন।

অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ইউনিসেফ’র রংপুর ও রাজশাহী প্রতিনিধি সোনিয়া আফরিন, জেলা সমন্বয়কারী নুসরাত জাহান প্রমুখ।

অবহিতকরণ সভায় শিশু সনদে সই করা দেশ হিসেবে বাংলাদেশ সরকারের প্রতিটি প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এসডিজি) শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথা আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এফইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।