ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে গাঁজা গাছসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
নবাবগঞ্জে গাঁজা গাছসহ আটক ১

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ২০ ফুট উচ্চতার আট কেজি ওজনের একটি গাঁজার গাছসহ আকরাম খান (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলার বক্সনগর ইউনিয়নের কোমরগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আকরাম একই এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তারা সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বাংলানিউজকে জানান, গোপন সংবাদে দুপুরে ওই এলাকায় আকরামের বাড়ির উঠান থেকে ২০ ফুট লম্বা ও আট কেজি ওজনের গাঁজার গাছটি জব্দসহ আকরামকে আটক করা হয়। পরে বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আকরামকে নবাবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।