ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি কর্মী নিয়োগে মাহাথিরকে আহ্বান ইমরান আহমদ’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
বাংলাদেশি কর্মী নিয়োগে মাহাথিরকে আহ্বান ইমরান আহমদ’র

ঢাকা: মালয়েশিয়ায় শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের নিয়োগ দেওয়ার ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহযোগিতা চেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মাহাথির মোহাম্মদের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতকালে এ সহযোগিতা প্রত্যাশা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এসময় তিনি মাহাথিরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।

সাক্ষাৎকালে ভ্রাতৃপ্রতীম দু’দেশের মধুর সর্ম্পকের কথা উল্লেখ করে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পক্ষে সুদৃঢ় অবস্থানের জন্য মাহাথির মোহাম্মদকে আন্তরিক ধন্যবাদ জানান ইমরান আহমদ। এ সময় বাংলাদেশের বর্তমান শ্রমবাজারের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের নিয়োগের ব্যাপারে ফলপ্রসু আলোচনাও হয়।  

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯ 
জিসিজি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।