ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পর্দায় এলো র‌্যাবের ক্যাসিনো-সন্ত্রাসবিরোধী টিভিসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
পর্দায় এলো র‌্যাবের ক্যাসিনো-সন্ত্রাসবিরোধী টিভিসি

ঢাকা: চলমান সন্ত্রাস, দুর্নীতি এবং ক্যাসিনোবিরোধী অভিযানে একের পর এক সন্ত্রাসীকে গ্রেফতারের মধ্যে একটি ভিডিওবার্তা এনেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ‘অপশক্তির দিন শেষ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক এক মিনিট ২০ সেকেন্ডের এ টিভিসির আনুষ্ঠানিক প্রকাশ করেন। এসময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 
চলমান দুর্নীতির বিরুদ্ধে র‌্যাবের এই টিভিসিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যম আয় এবং উন্নত দেশ গড়তে ভাষণ দিচ্ছেন, এর মধ্যেই র‌্যাবের অভিযান চলছে চাঁদাবাজি ও অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে। টিভিসিতে রয়েছে তারুণ্যদীপ্ত কিছু মুহূর্ত, যা দেখে শিহরিত হবে সবাই।  
র‌্যাবের এই টিভিসি প্রকাশকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে কঠোর অবস্থানে রয়েছেন, আজকের এই টিভিসি সমস্ত জনগণকে সেই বার্তাটি দিয়ে দেবে।
 
তিনি বলেন, এই টিভিসিটা আরও সুন্দর বার্তা নিয়ে যাবে যে আমরা কাউকেই ছাড়বো না। র‌্যাব সেই জায়গাটিতেই যাবে ইনশাল্লাহ। দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস; আমাদের দেশ সেই দেশে পরিণত হবে যেটার স্বপ্ন আমরা দেখছি। এই টিভিসি একটা সুন্দর বার্তা সারা বাংলাদেশে নিয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি।
 
র‌্যাব ইতোমধ্যে কয়েকটি টিভিসি এবং ‘ঢাকা অ্যাটাক’ নামে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবগুলোই জনপ্রিয় হয়েছিল। তার মধ্যে জঙ্গি দমনের সময় একটা ছেড়েছিল। সেটা মানুষের মনে এতই দাগ কেটেছিল যে, এটা দেখলে সবাই একটু থেমে যেতো। ঠিক সেই রকমভাবে ‘গুজবে কান দেবেন না’ বলে নির্বাচনের আগে একটা প্রকাশিত হয়েছিল, দু’টোই মানুষকে নাড়া দিয়েছিল।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে র‌্যাব যে অভিযান পরিচালনা করছে সেটা দেশের সমস্ত জনগণের কাছে প্রশংসিত। আমরা লক্ষ্য করছি শুধু প্রশংসিতই হয়নি, আলোচনাও হচ্ছে যে, সময় লাগলেও শুরু করেছে এবং আমরা আশাবাদী- এই ধরনের মন্তব্য করছে মানুষ। আমরা মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে উপনীত হয়েছি, ২০২১ এর মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে চলে যাবো। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, তাকে রক্ষার জন্য আমরা সেই (দুর্নীতিবিরোধী অভিযান) কাজটি করছি।  
 
‘আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, জলদস্যু-বনদস্যু সারেন্ডার পর্বগুলোও দেখেছি; আমার তো মনে হয় র‌্যাব যে রকমভাবে দক্ষতার সঙ্গে কর্মকাণ্ড করে যাচ্ছে, ইতোমধ্যে জনগণের হৃদয় জয় করেছে, তারা আস্থার জায়গায় উপনীত হয়েছে। ’
 
র‌্যাবের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জঙ্গি দমনে দেখেছি জঙ্গির মা আমাদের হাতে জঙ্গিকে ধরিয়ে দিয়েছে। আজকেও জনগণ বিশ্বাস করে যে, র‌্যাব সেই কাজটিও করতে পারবে যেটা সুশাসন প্রতিষ্ঠার জন্য, আমাদের প্রধানমন্ত্রী দেশকে একটা জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গাটিতে ধরে রাখতে হলে টেকসই নিরাপত্তা এবং সুশাসনের প্রয়োজন হবে। সেই সুশাসনের জায়গাটিতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা একের পর এক সেগুলো করে যাচ্ছি।
 
‘র‌্যাবের ওপর অর্পিত দায়িত্ব ছিল, তারা ভেজাল দ্রব্যের বিরুদ্ধে ও নিরাপদ খাদ্যের জন্য যুদ্ধ করছে। জলদস্যু-বনদস্যুর বিরুদ্ধে যুদ্ধ করছে, জঙ্গি দমনে ঝাঁপিয়ে পড়েছে। আজকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে, সুশাসন প্রতিষ্ঠার জন্য তিনি র‌্যাবকে নিয়োজিত করেছেন। এটি সর্ব মহলে প্রশংসিত হয়েছে। ’
 
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।