ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় দুদকের হাতে সাব-রেজিস্ট্রারসহ দু’জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
কুষ্টিয়ায় দুদকের হাতে সাব-রেজিস্ট্রারসহ দু’জন আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলা সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে ঘুষ নেওয়ার অভিযোগে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ যাকারিয়াসহ সংস্থাটির একটি দল অভিযান চালায়।

দুদকের উপ-পরিচালক মোহাম্মদ যাকারিয়া জানান, বৃহস্পতিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে যে, সদর সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।

বিষয়টি দুদক সদর দপ্তরকে জানিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সৌপর্দ করা হবে বলেও জানান ওই দুদক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।