ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
পিরোজপুরে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরে দুই মাদক বিক্রেতাকে ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদ হোসেন পারভেজ (৩০) ও মিরাজ শিকদার (৪০)।

এ সময় আদালত অপর এক আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

আদালত সূত্র জানান, মাদক মামলায় মুরাদ হোসেন পারভেজকে ৬ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের এবং মিরাজ শিকদার নামে অপর ব্যবসায়ীকে ৩ বছর ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেন পারভেজ পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং মিরাজ শিকদার একই গ্রামের মৃত আ. লতিফ শিকদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৬ সালের ৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইন্দুরকানি উপজেলার পাড়েরহাটের হোগলাবুনিয়া মসজিদ রোডে অভিযান চালিয়ে ওই ২ মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ মুরাদের কাছ থেকে একশ ও মিরাজের কাছ থেকে ৮০টি ইয়াবা জব্দ করে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) রুহুল আমীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইন্দুরকানি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. জহিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।