ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সরকারের পদক্ষেপে চাঞ্চল্যকর মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
সরকারের পদক্ষেপে চাঞ্চল্যকর মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে সংসদ অধিবেশন, ইনসেটে আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো)

জাতীয় সংসদ ভবন থেকে: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আইন ও বিচার বিভাগের একটি মনিটরিং টিম সংশ্লিষ্ট কাজ করছে। ফলে মামলাগুলোও দ্রুত নিষ্পত্তি হচ্ছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

উত্তরে আইনমন্ত্রী বলেন, দেশে দ্রুত বিচার আইন-২০০২ এর আওতায় ২০১৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত বিচারাধীন মামলা তিন হাজার ১০৩টি। এর মধ্যে ঢাকায়ই এক হাজার ৯৮৯টি। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইন ও বিচার বিভাগ পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে এসব আদালতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আদালতগুলো দ্রুত বিচারের মামলা গুরুত্ব দিয়ে নিষ্পত্তি করছে। এর মধ্যে আবার পুরাতন মামলাগুলো অগ্রাধিকার পাচ্ছে।

অপর এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তা বাস্তবায়িত হলে সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা একটি সহনীয় পর্যায়ে নেমে আসবে। মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কার্যকর ও দৃশ্যমান উন্নয়ন সাধিত হবে।

আনিসুল হক বলেন, বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার বিচারকের সংখ্যা বৃদ্ধি, নতুন আদালত নির্মাণ, আদালতের অবকাঠামো উন্নয়ন, বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণ, মামলা নিষ্পত্তিতে তদারকিসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যাতে উল্লেখযোগ্য সাফল্যও আসছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।