ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ: নওগাঁয় জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে ৪টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাতে সদর উপজেলার বর্ষাইল গ্রামে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার হয়।

নওগাঁ ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বিজিবি মিলনায়তনে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন।



তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধিনায়কের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান এবং জেলা পুলিশের এএসআই মাহবুবুর রহমানের সমন্বয়ে বর্ষাইল গ্রামের হাবিবুর রহমানের বাড়ির পাশে তল্লাশি চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি ৩৮ কেজি, একটি ৩৫ কেজি, একটি ১৪ দশমিক ৮৫০ কেজি এবং একটি ১৩ কেজি ওজনের মোট ৪টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।

উদ্ধারকরা মূর্তিগুলোর বর্তমান বাজার মূল্য ১ কোটি ৮৫ হাজার টাকা। মূর্তিগুলো দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে একত্রিত করা হয়েছিল বলে জানানো হয়েছে। অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিগুলো রেখে পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।