ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় পা হারালেন ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
বগুড়ায় ট্রাকচাপায় পা হারালেন ব্যবসায়ী

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় পা হারালেন মোটরসাইকেল আরোহী আক্কাস আলী সরদার (৩৫) নামে এক ধান ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বগুড়া-নাটোর মহাসড়কে মথুরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আক্কাস আলী সরদার নাটোর জেলার সিংড়া উপজেলার হাটপুকুড়িয়া গ্রামের আজাহার আলী সরদারের ছেলে।

আক্কাস আলীর বড় ভাই আবু হানিফ বাংলানিউজকে জানান, আক্কাস মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নন্দীগ্রাম যাচ্ছিলেন। পথে মথুরাপুর এলাকায় নাটোরগামী বিআরটিসির একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত আক্কাসকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালের চিকিৎসকরা অপারেশন করে আক্কাসের বাম পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন।

বগুড়া শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে জানান, গুরুতর আহতাবস্থায় ওই ব্যবসায়ীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর রোগীর অবস্থা বিবেচনায় করে চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলতে হয়েছে।

নন্দীগ্রাম কুন্দার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বিআরটিসির ট্রাকটি আটক করা হয়েছে। তবে, দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।