ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট: সিলেট নগরে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (৩০) যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে নগরের কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কাস্টঘর এলাকায় ওই যুবককে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে এএসআই এমদাদ হোসেনের নেতৃত্বে কোতোয়ালি পুলিশের একটি টহল টিম তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ওই যুবকের ডান পায়ে উরুতে ছুরিকাঘাত করা হয়। তবে, তার পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।