ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে শ্রমিকের গলাকাটা মর‌দেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
গাজীপু‌রে শ্রমিকের গলাকাটা মর‌দেহ উদ্ধার প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপু‌রের শ্রীপুর উপ‌জেলার ব‌হেরারচালা এলাকার একটি কলাবাগান থে‌কে আরিফুল ইসলাম আসিফ (২৫) নামে এক গা‌র্মেন্ট শ্রমিকের গলাকাটা মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। 

শুক্রবার (০৮ ন‌ভেম্বর) দুপুর ১২টার দি‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়।  

নিহত আসিফ কুড়িগ্রামের অলিপুর থানার ধনিরাম এলাকার আতাউর রহমা‌নের ছে‌লে।

শ্রীপুরের বহেরারচালা এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন তিনি।  

শ্রীপুর থানার প‌রিদর্শক (তদন্ত) মো. আক্তার হো‌সেন বাংলানিউজকে জানান, বহেরারচালায় বাসা ভাড়া করে থাকতেন আসিফ। বৃহস্প‌তিবার (০৭ নভেম্বর) দিনগত রা‌তে কারখানা থে‌কে বের হ‌য়ে আর বাসায় ফেরেননি তিনি।  

শুক্রবার সকা‌লে উপ‌জেলার ব‌হেরারচালা এলাকায় একটি কলাবাগানে আসিফের গলাকাটা মর‌দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে পুলিশকে খবর দেন স্থানীয়রা।  

আক্তার হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে আসিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।  

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ধারা‌লো অস্ত্র দি‌য়ে তার গলা কে‌টে হত্যা ক‌রে পা‌লি‌য়ে গেছে।  
এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ন‌ভেম্বর ০৮, ২০১৯
আরএস/কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।