ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উত্তাল সাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
উত্তাল সাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

পটুয়াখালী: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ে ট্রলার থেকে পড়ে মো. বেল্লাল (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (০৮ নভেম্বর) সকালে তীরে ফেরার পথে মহিপুর বন্দর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এফবি মা কুলসুম ট্রলারের ওই জেলে ঢেউয়ের ঝাপটায় সাগরে পড়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান।

 

তিনি বলেন, নিখোঁজ জেলে বেল্লালকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রলারের মাঝি মো. হারুন মিয়া জানান, সাগর প্রচণ্ড উত্তাল থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।  ট্রলারের অপর ১৬ জন জেলে নিরাপদে শুক্রবার সকাল ১০টায় মহিপুর বন্দরে এসে পৌঁছেছেন।

বর্তমানে বঙ্গোপসাগর অনেক উত্তাল রয়েছে। উত্তাল সমুদ্র থেকে সব মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্য বন্দর আলীপুর, মহিপুরের শিববারিড়া নদসহ বিভিন্ন নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছে বলে নিশ্চিত করেছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।