ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় বুলবুল: বাগেরহাটে গাছচাপায় কিশোরীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ঘূর্ণিঝড় বুলবুল: বাগেরহাটে গাছচাপায় কিশোরীর মৃত্যু ঘূর্ণিঝড় বুলবুল-এর তাণ্ডব। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলায় গাছচাপা পড়ে সামিয়া খাতুন (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। 

রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার ভরসাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সামিয়া  দরপোনারায়ণপুর গ্রামের বাবুল শেখের মেয়ে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুষার কুমার পাল বিষয়টি নিশ্চিত করে জানান, সামিয়া একই উপজেলার ভরসাপুর গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে ঝড় শুরু হলে তারা ঘরেই ছিল। সকালে ঘরের উপরে একটি গাছ ভেঙে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই সামিয়ার মৃত্যু হয়।

বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, ঘূর্ণিঝড়ে নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।