ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বাস উল্টে আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
যশোরে বাস উল্টে আহত ১৫

যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন ও দুইজনকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী পারভিন খাতুন (৩০), খোলাডাঙ্গার সাইদুলের স্ত্রী রুবিনা খাতুন (৫০), শুকুর আলীর স্ত্রী আনোয়ারা খাতুন (৫০), ডুমদিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী তহমিনা খাতুন (৪০), একই গ্রামের আনিচ উদ্দীনের স্ত্রী পরিছন খাতুন (৬০), শার্শার বেনাপোলের মফিজুর (৪০), একই উপজেলার ডিহি গ্রামের মান্নান হোসেন (৪০), ঝিকরগাছার খোসালনগরের হযরত আলীর মেয়ে শামিমা খাতুন (২২), বারবাকপুর গ্রামে শেখ সাহাবুদ্দিনের মেয়ে মিম খাতুন (১৭), মণিরামপুরের মদনপুরের সবুজের স্ত্রী খাদিজা খাতুন (২২), রোহিতা গ্রামের মুস্তাফিজুর রহমানের মেয়ে জিনিয়া খাতুন (১৮), নড়াইলের রফিকুল ইসলাম (৩৫) ও ময়মনসিংহের ইশ্বরগঞ্জের সিমরাইল গ্রামের রাসেল কবীর (২৭)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী (ঢাকা-মেট্রো-জ-১৪-০৩৫৭) এসএম সুমন এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের লাউজানী বাজার এলাকায় একটি মিনি ট্রাককে অভারট্রাকিং করতে গিয়ে উল্টে যায়। এতে ১৫ যাত্রী আহত হন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহতের মধ্যে দুইজন যশোরে ভর্তি হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।  

ঝিকরগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, পুলিশ আহতের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা ও ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।