ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
বেগমগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি: প্রতীকি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নে জান্নাতুল ফেরদৌস একা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাটোয়ারী হাফা এলাকায় শ্বশুরবাড়ি থেকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বামী মো. ফরহাদ দক্ষিণ আফ্রিকা প্রবাসী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও নিজ কক্ষ থেকে বের না হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এসময়, দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে থানায় খবর দেন তারা।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে হত্যার অভিযোগ এনে নিহত জান্নাতুলের বাবা একরাম উল্লা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বাংলানিউজকে জানান, এখনও জান্নাতুলের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।     

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯

কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।