ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় বিআরটিসি বাস খাদে, আহত ৪২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
পাথরঘাটায় বিআরটিসি বাস খাদে, আহত ৪২ চিকিৎসা নিচ্ছেন দূর্ঘটনায় আহতরা: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস খাদে পড়ে অন্তত ৪২ আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মঠবাড়িয়া সড়কের বাইনতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত বাসযাত্রীদের মধ্যে ইউসুফ মাঝি ও সেলিনা বাংলানিউজকে জানান, পাথরঘাটা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি বাইনতলা নামক স্থানে পৌঁছে নিয়ন্ত্রণ হাবিয়ে একটি ডোবায় পড়ে যায়।

চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীদের সবাই তাকে বেপরোয়াভাবে গাড়ি চালাতে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি তা আমলে নেয়নি।

পাথরঘাটা স্টেশনের ফায়ার ম্যান মোহাম্মদ সাদিক বলেন, ডোবা থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। পানি কম থাকায় যাত্রীদের কেউ নিহত হয়নি।

পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, দুর্ঘটনার কথা শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। খোঁজ নিয়ে জানা গেছে, বাসে থাকা সব যাত্রী আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।