ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় চার কেজি গাঁজাসহ আটক ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
আশুলিয়ায় চার কেজি গাঁজাসহ আটক ২ আটক মিজানুর রহমান ও তানিয়া আক্তার। ছবি: বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কষবা থানার পানিঘারুপ গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (৪২) ও মানিকগঞ্জ জেলার হরিরাসপুর থানার পিপিলিয়া গ্রামের সোহরাব খানের মেয়ে তানিয়া আক্তার (২১)।

র‌্যাব-৪ সিপিসি-২ এর অধিনায়ক মেজর শিবলী মোস্তফা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মাদক বিক্রির নগদ এক হাজার দুইশত টাকা ও দু’টি মোবাইলসহ মিজানুর রহমান ও  তানিয়া আক্তারকে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা কিনে এনে আশুলিয়াসহ আশপাশের এলাকায় বিক্রয় করে। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।