ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অশ্লীল নৃত্যের অভিযোগে যাত্রা প্যান্ডেল ভেঙে দিলো ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
অশ্লীল নৃত্যের অভিযোগে যাত্রা প্যান্ডেল ভেঙে দিলো ইউএনও অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে যাত্রার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাসমেলায় অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে ১১টি যাত্রার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলার ১১টি প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দেন সদ্য যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল হাসান।

তিনি বলেন, মেলার উদ্বোধনের রাত থেকেই মেলাটিতে যাত্রাপালা ও জাদু প্রদর্শনের নামে অশ্লীল নৃত্য পরিবেশিত হয়ে আসছিল।

যাত্রাপালা ও জাদু দেখানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি নেই। তাই তাদের প্যান্ডেলগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপরও তারা যদি আবার প্যান্ডেল গড়ে তোলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ১১ নভেম্বর সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী রাসমেলার উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২৩৩৮, নভেম্বর ১৫, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।