ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আই কেয়ার প্রোগ্রামে দেড় হাজার চশমা দিলো ইউএনএইচসিআর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
আই কেয়ার প্রোগ্রামে দেড় হাজার চশমা দিলো ইউএনএইচসিআর

ঢাকা: কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় বাংলাদেশিদের জন্য দেড় হাজার চশমা অনুদান দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

শনিবার ( ১৬ নভেম্বর)  অরবিস ইন্টারন্যাশনালের কাছে এসব চশমা হস্তান্তর করা হয়।  সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

উখিয়ায় অরবিস ইন্টারন্যাশনাল পরিচালিত ‘আই কেয়ার প্রোগ্রামে’র মাধ্যমে শরণার্থী ক্যাম্প ও স্থানীয় বাংলাদেশিদের জন্য ব্যবহৃত হবে এসব চশমা।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুজি অপটিক্যাল কোম্পানি লিমিটেড এসব চশমা অনুদান হিসেবে দিয়েছে ইউএনএইচসিআরকে। এর আগে ২০১৭ সালে এক হাজার চশমা দেয় কোম্পানিটি।  

অনুষ্ঠানে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার মো. শামসুদ্দৌজা বলেন, ইউএনএইচসিআর শরণার্থী ও স্থানীয় জনগণের কল্যাণে কাজ করছে। এ রকম আরও সহায়তা আমাদের প্রয়োজন। এটি খুবই ভালো একটি উদ্যোগ। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।  

হাজারো শরণার্থীর স্পষ্ট দৃষ্টি নিশ্চিত করতে ফুজি অপটিক্যাল কোম্পানি লিমিটেড ১৯৮৪ সাল থেকে ইউএনএইচসিআর-এর সঙ্গে কাজ করছে। কোম্পানিটি বেসরকারি খাতে ইউএনএইচসিআর-এর দীর্ঘদিনের অংশীদার।  

উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী এবং স্থানীয় বাংলাদেশীদের চক্ষু সেবা দেওয়ার জন্য ২০১৮ সালে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের (সিবিবিএসএইচ)  সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ শুরু করে অরবিস।  

অনুষ্ঠানে ইউএনএইচসিআর কক্সবাজার সাব-অফিসের প্রধান মারিন কাইদুমচাই বলেন, আমরা শুধু একটি চশমা দিয়ে একজন মানুষকে সাহায্য করছি না, বরং এই দৃষ্টিশক্তির মাধ্যমে তার পুরো পরিবার উপকৃত হবে। শরণার্থী ও স্থানীয় উভয় জনগোষ্ঠীর জন্য সেবা বাড়াতে আমাদের আরও নজর দিতে হবে। সবাই মানুষ এবং সবাই আমাদের সাহায্য পাবে।

অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মুনির আহমেদ বলেন, ২০১৮ সাল থেকে ১ লাখ ২০ হাজারের  বেশি চোখের স্ক্রিনিং করা হয়েছে, ২ হাজার ৮০০ এর বেশি রোগীর ক্যাটারাক্ট সার্জারি করা হয়েছে, ২০ হাজারের বেশি লোক ঔষধ পেয়েছেন এবং ৯ হাজারের এর বেশি চশমা বিনামূল্যে রোগীদের বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়:  ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।