ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা ও সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
কুষ্টিয়ায় পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা ও সিলগালা

কুষ্টিয়া: পেঁয়াজের বাজারের অস্থিরতা দূর করতে কুষ্টিয়ায় কাঁচাবাজারে বাজারে অভিযান চালিয়েছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই আড়ত মালিককে ৪০ হাজার টাকা জরিমানাসহ গোডাউন সিলগালা করে দিয়েছে প্রশাসন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম বাজারে একটি পেঁয়াজের গোডাউনে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও রাজিবুল ইসলাম জানান, কুমারখালীর বাঁশগ্রাম বাজারে পেঁয়াজ মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় পেঁয়াজ গুদামজাত করার বৈধ কোনো কাগজ না থাকায় আড়ত মালিক জীবন কুমারকে ২৫ হাজার ও গাউসুলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অপর এক গোডাউন বন্ধ করে দেওয়ায় সেটাকে সিলগালা করে দেওয়া হয়।  

এদিকে, পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের কাঁচা বাজারগুলো মনিটরিং করা হচ্ছে।

সকালে পায়কারি ও খুচরা কাঁচাবাজার পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফতসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।