ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী রোববার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী রোববার

টাঙ্গাইল: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী রোববার (১৭ নভেম্বর)। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হয়। 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষের বিভিন্ন রাজনীতিক, সামাজিক সংগঠন নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করবে।  

রোববার সকাল সাড়ে ৭টায় সন্তোষ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলাউদ্দিন ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ-জিয়ারতের মাধ্যমে সারাদিনের কর্মসূচি শুরু হবে।

পরে মাজারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হবে।

এদিকে ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা থেকে ভক্ত অনুসারীরা শনিবার (১৬ নভেম্বর) মাজার ও নাটখানায় সমাগত হয়েছেন।

বাউল-কবি গানের সুরে সন্তোষ ভাসানীর মাজার প্রাঙ্গণসহ পুরো এলাকা এখন মুখরিত হয়ে উঠেছে। এছাড়া মাজার প্রাঙ্গণ এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বসেছে বিভিন্ন সামগ্রীর মেলা।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।