ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বনশ্রীতে বাসার দরজা ভেঙে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
বনশ্রীতে বাসার দরজা ভেঙে এক ব্যক্তির মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাড়ির ছয়তলা থেকে আহমেদ মনসুর ওরফে মনসুর আলী (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, দক্ষিণ বনশ্রীর ওই বাসায় উলঙ্গ অবস্থায় মনসুরের মরদেহ পাওয়া যায়।

বাসাটিতে মনসুরসহ তিনজন থাকতেন।

তিনি বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসাটির দরজা ভেঙে ফ্লোর থেকে মরদেহটি উদ্ধার করি। তবে তার শরীরে তেমন কোনো আঘাত দেখা যায়নি। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। এছাড়া কিছু খেয়ে থাকলে সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।

মনসুর অনলাইন নিউজপোর্টাল বাংলাট্রিবিউনের সংবাদকর্মী ছিলেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।