ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কাভার্ড ভ্যানচাপায় শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
রাজধানীতে কাভার্ড ভ্যানচাপায় শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনে কাভার্ড ভ্যানচাপায় হাফেজ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মিরপুরের শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মৃত হাফেজ মিরপুর-১, ঝিলপাড় বস্তিতে মা পাখি আক্তারের সঙ্গে থাকতো। পাখি বস্তিতে পিঠা বিক্রি করেন।

তিনি আরও জানান, সকালে বস্তির পাশে কমার্স কলেজের সামনে একটি কাভার্ড ভ্যানচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয। কাভার্ড ভ্যান জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।