ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এবার নবদম্পতি উপহার পেলেন ‘পেঁয়াজ কলি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এবার নবদম্পতি উপহার পেলেন ‘পেঁয়াজ কলি’

দিনাজপুর: পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ যখন চরমে, ঠিক তখনই দিনাজপুরে বিয়ের অনুষ্ঠানে এক দম্পতি উপহার পেলেন ‘পেঁয়াজ কলি’।

শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলার বিরল উপজেলার কলেজপাড়ায় আইয়ুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। বিরল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর রহমান আইয়ুব আলীর ছেলে ও ছেলের বৌকে বিয়ের উপহার হিসেবে পেঁয়াজ কলি দেন।

এ ঘটনায় পুরো বিরল উপজেলায় আলোচনার সৃষ্টি হয়েছে। পেঁয়াজ ছাড়াও অন্যান্য উপহার থাকলেও দিনাজপুরে প্রথম কোনো বিয়েতে পেঁয়াজের উপহার বিনিময় হওয়ায় বিষয়টি বেশ আলোচিত হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।