ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিজ জেলায় শিল্প-কারখানা বৃদ্ধির আহ্বান শিল্পমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
নিজ জেলায় শিল্প-কারখানা বৃদ্ধির আহ্বান শিল্পমন্ত্রীর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বিত্তবানদের প্রতি নিজ জেলায় শিল্প-কারখানা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

রোববার (১৭ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।  

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব, শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিল্প-কারখানাগুলো আরও আধুনিকায়ন করে গড়ে তোলা হচ্ছে।

 

এর আগে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি শহরের কাস্টমস মোড়স্থ নির্মাণাধীন বিআরবির আধুনিক হাসপাতাল ও বিসিক শিল্প নগরীতে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং করপোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, উপ-সচিব আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবুর রহমান, এমডি সামসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ সংশিষ্ট কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।