ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
মধুপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ইটভাটার মাটি বহনকারী হাড্রোলিক ট্রাকচাপায় আবুল হোসেন খান (৫০) নামে এক ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পীরগাছার গরম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবুল হোসেন খান মধুপুর পৌর এলাকার নাগবাড়ী গ্রামের মৃত ইউনুস আলী খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে রিকশা ভ্যানে মধুপুর আসার পথে গরম বাজার এলাকায় ভ্যান থামিয়ে রাস্তার পাশে প্রাকৃতিক কাজ সারেন আবুল হোসেন। পরে ভ্যানে ওঠার সময় পাশ দিয়ে স্থানীয় ইটভাটার মাটি টানার ট্রাক তাকে চাপা দেয়। এতে তার দুই পা থেতলে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মধুপুর থানার উপ-পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।