ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
কলমাকান্দায় অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বালুচড়া মিশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডের পর দিনগত রাতে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বালুচড়া মিশনটিতে আগুন লেগে যায়।

এতে মিশনের ফাদার যোসেফের ঘরসহ ওয়াশরুম, দুইটি স্টাডিরুম, একটি স্টোররুম, দুইটি অফিস রুমের যাবতীয় আসবাব এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। পরে এলাকাবাসীসহ উপস্থিত জনতা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

ইউএনও জাকির হোসেন আরও জানান, ক্ষয়-ক্ষতির বিবরণ উল্লেখ করে সহায়তার জন্য জেলা প্রশাসনে প্রতিবেদন পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।