ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে মা-ছেলেকে শ্বাসরোধে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
দৌলতপুরে মা-ছেলেকে শ্বাসরোধে হত্যা

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু বাংলানিউজকে জানান, নিহত ছানোয়ারা খাতুন (৪৯) পাশের জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন ও তার ছেলে রাজকে (৯) রোববার (১৭ নভেম্বর) দিনগত রাতে কে বা কারা শ্বাসরোধ করে হত্যার পর দুই কক্ষে তাদের মরদেহ ফেলে রেখে যায়। সকালে তাদের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। তবে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বাংলানিউজকে জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। দু’কক্ষে মা ও ছেলে মরদেহ পড়ে রয়েছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে, বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।