ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীবরদী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
শ্রীবরদী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে উকিল মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুমন মিয়া (২০) নামে আরো এক যুবক আহত হয়েছেন।

সোমবার (১৯ নভেম্বর) ভোর রাতে সীমান্ত পিলার ১০৯২ সংলগ্ন জিরো পয়েন্টের মারাংপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

মৃত উকিল মিয়া সিংগাবরনা ইউনিয়নের মেঘাদল গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে।

আহত সুমন মিয়া উপজেলার বাবেলাকোনা গ্রামের বদর উদ্দিনের ছেলে। তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, মেঘাদল গ্রামের বঙ্গ সুরজ মিয়ার ছেলে উকিল মিয়া গরু আনতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ প্রবেশ করেন। তখন বিএসএফ গুলি ছুঁড়লে উকিল মিয়ার বুকে লাগে হয়। তখন চোরাকারবারি দলের অন্য সদস্যরা উকিল মিয়াকে পানবাড়ি এলাকায় এনে ফেলে রেখে পালিয়ে যায়।

কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই বাংলানিউজকে জানান, এ ব্যাপারে দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।