ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে আহত ১২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
আশুলিয়ায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে আহত ১২

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস ও পানিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া টঙ্গাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

এ ঘটনায় ওই সড়কের দুইপাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

 

স্থানীয়রা জানান, বিকেলে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের টঙ্গাবাড়ি এলাকায় বাইপাইল থেকে আব্দুলাহপুরগামী আশুলিয়া এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও আশুলিয়া থেকে আসা পানির বোতলবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ভেতর থাকা প্রায় ১২ যাত্রী আহত হয়। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও পিকআপ ভ্যানটি সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। বাস ও পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক ও হেলপাররা পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।