ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শিমরাইল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগের মধ্যে পড়েছেন এ পথে চলাচলকারীরা।

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার পর যানজট তীব্র আকার ধারণ করে।

সরেজমিন দেখা যায়, সকাল ১০টার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকামুখী এবং ঢাকা ত্যাগ করা যানবাহনগুলো যানজটে আটকে আছে।

১০ মিনিটের এ পথে যানজটের কারণে শুধু কাঁচপুর পার হতেই ঘণ্টার উপর সময় লেগে যাচ্ছে।

ঢাকা থেকে সিলেটগামী স্টার লাইন বাসের হেলপার শফিক জানান, শনিবার এরকম যানজট থাকে না, তবে আজ শুধু কাঁচপুর এলাকা পার হতেই দেড় ঘণ্টার উপরে লেগেছে। কাঁচপুর ব্রিজের কাজ চলছে বলে এমন অবস্থা।

একই বাসের ভূলতাগামী যাত্রী রহমান জানান, ১০টায় সাইনবোর্ড এলাকা থেকে বাসে উঠেছি, পৌনে ১টায় কাঁচপুর পার হলাম। যানজটের অবস্থা ভয়াবহ।

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্লা তাসনিম হোসেন জানান, কাঁচপুর সেতুর কাজ চলছে এবং সেখানে বিদ্যুতের লাইনের কাজ করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এটি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।