ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল হাওলাদার (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের মালিয়ানদহ গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ারুল ওই গ্রামের ইয়াকুব হাওলাদারের ছেলে।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ রায় বাংলানিউজকে জানান, সকালে বিদ্যুৎচালিত আধুনিক যন্ত্র দিয়ে কাঠের ফিনিশিংয়ের কাজ করছিলেন আনোয়ারুল। এ সময় লিক হয়ে থাকা  যন্ত্রটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।