ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে হাফসানা (০৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা শহরের শেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাফসানা ওই এলাকার কামাল মিয়া মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হাফসানা খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়। এক পর্যায়ে সে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। পরে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মনপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে রিফাত (০২) নামে একটি শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের সাদেক মিয়ার ছেলে।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন শামীম বাংলানিউজকে জানান, শিশু দুটিই হাসপাতালে আনার আগেই মারা যায়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।