ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে ২ মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
শাহবাগে ২ মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর শাহবাগ থানার পৃথক জায়গা থেকে অজ্ঞাত পরিচয়ের দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৩ নভেম্বর) এ মরদেহ উদ্ধারের বিষয়ে জানায় পুলিশ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানা পুলিশ হাইকোর্ট মাজার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করে।

একই সময় শাহবাগ থানা পুলিশের আরেকটি দল বকশিবাজার মোড় থেকে অজ্ঞাত এক মহিলার (৪৫) মরদেহ উদ্ধার করে।   

তিনি আরও জানান, দু’জনই ভবঘুরে ছিলো। ময়না তদন্তের জন্য দুটি মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়:  ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এজেডএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।