ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় রেহানা (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রেহানা তার স্বামী সন্তানদের নিয়ে আমলিরটেক এলাকার একটি বস্তিতে বসবাস করতেন।

শনিবার (২৩ নভেম্বর) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে স্বামী তার স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে রাতে তারা ঘুমিয়ে পড়েন। রোববার সকালে রেহানার মৃত্যুর খবর পেয়ে ওই বস্তিতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, তার গলায় দাগ ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মারধরের পর তিনি কি আত্মহত্যা করেছেন, না-কি স্বামীর মারধরে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।