ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আর্টসেলের ২০ বছর পূর্তিতে কনসার্ট ২৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আর্টসেলের ২০ বছর পূর্তিতে কনসার্ট ২৪ ডিসেম্বর

তারুণ্যের উন্মাদনায়, প্রগ্রেসিভ মেটালের উল্লাসে ১৯৯৯ সালে যাত্রা শুরু করে বাংলাদেশের ব্যান্ড সংগীতের জগতে জনপ্রিয় নাম আর্টসেল।

ব্যান্ড দলটি তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এ উদযাপনকে কেন্দ্র করে আগামী ২৪ ডিসেম্বর এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড আয়োজন করতে যাচ্ছে ‘টুয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’ শিরোনামে একটি কনসার্ট।

 

সম্প্রতি আর্টসেল ও এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড এ আয়োজনের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়। আয়োজকরা আশা করেন, এর মাধ্যমে বাংলাদেশে আউটডোর মেটাল কনসার্টের নতুন সূচনা হবে। ইতোমধ্যেই এ কনসার্ট আয়োজনের কাজ অনেকআংশেই সম্পন্ন হয়েছে। শিগগিরই এ কনসার্টের টিকিট টিকিটিং ওয়েবসাইট-এ পাওয়া যাবে।

আর্টসেল ছাড়াও এ আয়োজনে নতুন প্রজন্মের বিভিন্ন ব্যান্ড দলের সঙ্গে বিখ্যাত সব ব্যান্ড অংশগ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।