ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গণপূর্ত অধিদপ্তরের জমি থেকে দখলদারদের উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
বরিশালে গণপূর্ত অধিদপ্তরের জমি থেকে দখলদারদের উচ্ছেদ বরিশালে গণপূর্ত অধিদপ্তরের জমি থেকে দখলদারদের উচ্ছেদ।

বরিশাল: বরিশালে গণপূর্ত অধিদপ্তরের মালিকাধীন জমি থেকে অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকালে শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলে বিকেল পর্যন্ত।

জানা গেছে, উচ্ছেদ অভিযানে ১২টি বসতঘর, তিনটি রাজনৈতিক কার্যালয়, একটি সমিল, একটি মাছ বাজার ও ১০৩টি দোকানঘরসহ মোট ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সেসব স্থাপনা গড়ে তোলার পেছনে রয়েছেন জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতাকর্মী।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে এ অভিযানে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেয়।

গণপূর্ত বিভাগ বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী অলিভার গুদা বলেন, বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের তালতলী এলাকায় কয়েক দশক আগে ৯ একর ১৬ শতাংশ জমি অধিগ্রহণ করে গণপূর্ত অধিদপ্তর। এক সময় এই জমিতে গণপূর্তের নিজস্ব ইটভাটা ছিল। বিভিন্ন সময় এই জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে স্থানীয় প্রভাবশালীরা। ২০১৫ সালে ৫৮ জন দখলদারের তালিকা তৈরি করে গণপূর্ত অধিদপ্তর।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) গণপূর্তের জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। অনেক দখলদার নিজ উদ্যোগে তাদের স্থাপনা সরিয়ে নেয়। বাকি স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএস/এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।