ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে এনআরসি: সীমান্তে সতর্ক বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
ভারতে এনআরসি: সীমান্তে সতর্ক বিজিবি

পঞ্চগড়: ভারতে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) শুরু হওয়ার পর সেদেশের মানুষ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে এমন আশঙ্কায় বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ইতোমধ্যে দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের সব সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন সর্তক অবস্থানে রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা।

জানা যায়, এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) আতঙ্কে চলতি মাসের ১-২২ তারিখ পর্যন্ত অবৈধ অনুপ্রবেশের দায়ে কয়েকশ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। তবে এ ঘটনায় পঞ্চগড়ের সীমান্ত দিয়ে এখনো কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবুও পঞ্চগড়ের ৩৮০ কিলোমিটার সীমান্তে সর্তক অবস্থান নিয়ে টহল জোরদার করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান বাংলানিউজকে জানান, পঞ্চগড়ের বেশিরভাগ সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। তবে বেশকিছু নদীর উৎসমুখ ভারতে হওয়ায় এসব নদীর উৎসমুখে কাঁটাতারের বেড়া নেই। যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখানে বিজিবির ২৪ ঘণ্টা টহল থাকছে। পঞ্চগড়ের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ যাতে না হয়, সে ব্যাপারে আমরাসহ বাকি দুই ব্যাটালিয়ন তৎপর রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।