ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাট সরকারি কলেজে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
জয়পুরহাট সরকারি কলেজে নবান্ন উৎসব বক্তব্য রাখছেন জেলা জজ এম এ রব হাওলাদার। ছবি: বাংলানিউজ

জযপুরহাট: ‘এসো মিলি সবে, নবান্ন উৎসবে’-এ স্লোগান নিয়ে জয়পুরহাট সরকারি কলেজে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। 

রোববার (২৪ নভেম্বর) সকালে এ উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশিষ দত্ত।  

কলেজ ক্যাম্পাসের বকুল তলায় আয়োজিত নবান্ন উৎসবে ১৪টি স্টলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পিঠা, পায়েশ, নতুন চালের খির, মোয়া, খই, মুড়ি ও নানা ধরনের ফলের তৈরি খাবার পরিবেশন করেন।

এ সময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার।  

পরে বকুলতলার মুক্ত মঞ্চে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন- জেলা জজ এম এ রব হাওলাদার, ব্যবস্থাপনা বিভাগের প্রধান আবু বক্কর সিদ্দিক, নবান্ন উৎসব কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এস এ মাসুমসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।  

বাংলার চিরাচরিত এ নবান্ন উৎসবে অংশগ্রহণ করতে পেরে আনন্দে উদ্বেলিত এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী বর্ষা, শিফা, আব্দুল লতিফ, ফাবিহাসহ অনেকেই।  

প্রতি বছরই যেন এ উৎসব হয় এমন প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।