ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় খাবার হোটেলে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
বগুড়ায় খাবার হোটেলে অগ্নিকাণ্ড হোটেলে আগুন। ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সেলিম বিরিয়ান অ্যান্ড সুইটস নামের এক খাবার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস একটি ইউনিট ও পুলিশ সদস্যদের চেষ্টায় আগুন নেভানো হয়।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ওই হোটেলে আগুন লাগে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর হোটেলের মালিক শ্রমিক সেখান থেকে পালিয়ে যায়।

এরপর স্থানীয়দের সহায়তায় বগুড়া ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যদের চেষ্টায় বড় ধরনের ক্ষতির আগেই আগুন নেভানোর হয়।

বগুড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. বজলুর রশিদ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় শহরের সাতমাথায় একটি হোটেলে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে, রান্নার চুল থেকে এ আগুনের সুত্রপাত বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।