ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক আটক চার ছিনতাইকারী।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৪ নভেম্বর) র‌্যাব-১০ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২৩ নভেম্বর) রাতে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ীর গোলচক্কর এলাকায় অভিযান চালায়।

অভিযানে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি চাকু, আটটি ব্লেড, একটি মোবাইল ফোন ও নগদ চার হাজার টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও আশপাশ এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি করে আসছিল।

আটক ছিনতাইকারী চক্রের চার সদস্যরা হলেন- নাছির উদ্দিন নান্টু (৩৫), পাবেল (২২), বশির মোল্লা (৩০) ও রাকিব (২২)। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।