ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ছেলের সামনে বাবাকে মারধর, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
ছেলের সামনে বাবাকে মারধর, যুবক গ্রেফতার

লালমনিরহাট: ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছেলের সামনে বাবাকে মারধরের ঘটনায় রিপন হাসান লিজু (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বুড়িরবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার নুর হকের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার বুড়ির বাজারের রফিকুল ইসলামের ছেলে নোমান হাসান (১২) তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ব্যাটমিন্টন খেলছিল। এ সময় ওই গ্রামের নুর হকের ছেলে রিপন হাসান লিজু (২০) নোমানের শরীরে বাইসাইকেল তুলে দেয়। এতে আঘাত পেয়ে নোমান ঘটনাস্থলেই বসে কান্না করছিল।  

বিষয়টি নোমানের বাবা রফিকুল ইসলাম জানতে পেয়ে ছেলেকে নিয়ে আঘাতকারী লিজুর বাবার কাছে তাদের দোকানে গিয়ে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে লোহার পাইপ দিয়ে ছেলের সামনে রফিকুল ইসলামকে (৪০)  মারধর করেন রিপন হাসান লিজু। স্থানীয়রা আহত রফিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা আমলে নিয়ে ঘাতক লিজুকে রাতেই গ্রেফতার করে।  

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আরিফ বাংলানিউজকে বলেন, আহত রফিকুল ইসলামের মাথায় তিনটি, পায়ে দুটি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
 
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ঘাতক রিপন হাসান লিজুকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।