ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব নূরুল ইসলাম আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব নূরুল ইসলাম আর নেই

ঢাকা: অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব নূরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। সোমবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি ৭৩ ব্যাচের কর্মকর্তা ছিলেন। সকাল সাড়ে ১১টায় তার মরদেহ রাজধানীর বেইলি রোডের বাসায় নিয়ে যাওয়া হবে।

সেখানে জানাজা শেষে নূরুল ইসলামের মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।

নূরুল ইসলাম ষাটের দশকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।