ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
পঞ্চগড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহরাওয়ার্দী (২৩) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের ভজনপুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হাসান পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট এলাকার সাইদুর রহমানের ছেলে।

আহত সোহরাওয়ার্দী একই উপজেলার কাজলদিঘী এলাকার চাঁন মিয়া বাবুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভজনপুর ডিগ্রি কলেজের সামনে মহাসড়কে মোড় নেওয়ার সময় তেঁতুলিয়াগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী হাসান ও সোহরাওয়ার্দীকে ধাক্কা দেয়। এতে তারা দুইজনই গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনসুর আলম হাসানকে মৃত ঘোষণা করেন। আহত সোহরাওয়ার্দীর অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।